আমার কোন দোষ নেই সব দোষ এই কালারের’ জানালেন এসিল্যান্ড সাইয়েমা হাসান




আমার কোন দোষ নেই সব দোষ এই কালারের’ জানালেন এসিল্যান্ড সাইয়েমা হাসান

ফেইসবুকে ভাইরাল হয়েছেন সহকারী ভূমি কমিশনার সাইয়েমা আহসান।সম্প্রতি দেখা যায় তিনি দুইজন বৃদ্ধ মানুষকে কানে ধরে রেখেছেন।

সাইবার ৭১ পেজের একটি স্ট্যাটাস সব ছবি ভাইরাল হয় ফেইসবুকে।ছবিতে লিখা ছিল

তর্কের খাতিরে মেনেই নিলাম যে তিনি চাল ডাল কিনতে না, কাজ করতেই এসেছিলেন। কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বাবার বয়সী একজন মুরুব্বীকে কানে ধরিয়ে সেটার ছবি এভাবে ছড়িয়ে দিতে পারেন না। 🙂

অন্তত সাইবার ক্রাইম আইন আপনাকে সেই ক্ষমতা দেয় নি।







এসব ভন্ডামি বাদ দেন, আপনি সরকারি বেতন নেন রাষ্ট্রের নির্দেশ কিংবা সরকারের নির্দেশ পালনের জন্য। ফেসবুকে পোষ্ট দিয়ে একজন বাবার বয়সী মুরুব্বীকে হেনস্তার জন্য নয়।

[বি.দ্রঃ উনার সম্মানার্থে চেহারা ব্ল্যার করে দেওয়া হয়েছে। ]

ঘটনার পর পর সায়েমা আহসান এর ফেইসবুক আইডি ডিএক্টিভ হয়ে যায়। তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। তবে ধরে নেওয়া যায় যে এই কালারের জন্যে তিনি এমন চড়াও হয়েছেন।







তারপর জনগন কাল্পনিক ভাবে বলে দেন সব দোষ এই কালারের, উনার কোন দোষ নাই।

তবে এতোটা কঠোর না হলে তিনি পারতেন।

সরকারী চাকুরেদের প্রতি বঙ্গবন্ধুর নির্দেশ:

“সরকারী কর্মচারীদের বলি, মনে রেখো, এটা স্বাধীন দেশ। এটা ব্রিটিশের কলোনী নয়। পাকিস্তানের কলোনী নয়। যে লোককে দেখবে, তার চেহারাটা তোমার বাবার মত, তোমার ভাইয়ের মত। ওরই পরিশ্রমের পয়সায় তুমি মাইনে পাও। ওরাই সম্মান বেশী পাবে। কারণ, ওরা নিজেরা কামাই করে খায়।”

“আপনি চাকরি করেন, আপনার মাইনে দেয় ঐ গরীব কৃষক। আপনার মাইনে দেয় ঐ গরীব শ্রমিক। আপনার সংসার চলে ওই টাকায়। আমরা গাড়ি চড়ি ঐ টাকায়। ওদের সম্মান করে কথা বলুন, ইজ্জত করে কথা বলুন। ওরাই মালিক। ওদের দ্বারাই আপনার সংসার চলে।”

– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(১৯৭৫ সালের ২৬ মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণ)


You may also like...